পাগলি~ Pagli ~ Bangla Love story 2021
পাগলী “আমি মাহিন,সবেমাত্র HSC লেভেল শেষ করলাম।অনেক পরিশ্রমের পর রাজশাহীতে Law বিষয়ে পড়ার সুযোগ পেলাম। আর কয়েকদিন পরই চলে যাবো রাজশাহীতে। বাবা-মা,ভাই-বোন সহ সবাই খুব খুশি।কিন্তু একজনের মনের ভেতর যে সাইক্লোন বয়ে যাচ্ছে সেটা অামি ঠিকি বুঝতে পারছি।অাপনারা হয়তো বুঝে গেছেন সে কে। সে অার কেউ না অামার পাগলী অবনি।সবেমাত্র HSC প্রথম বর্ষে পড়ে।অামাকে অনেক ভালোবাসে।অামি কি অার কম ভালোবাসি পাগলীটাকে। অাপনাদের সাথে কথা বলতে বলতে পাগলীর ফোন চলে আসছে,রিসিভ করে কথা বলি নাহলে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলবে আমি:হ্যালো বাবুটা কেমন অাছ? অবনি:,,,,,,,, আমি:বাবু কি ব্যাপার কথা বলোনা কেন? তুমি ঠিক অাছো তো? অবনি: হ্যা আমি ঠিক আছি, কেনো ঠিক থাকবোনা। আমি: অবনি তোমার কথাগুলো এমন শোনাচ্ছে কেনো?(জানি আমি চলে যাবো তাই হয়তো পাগলীটার মন খারাপ) অবনি:এখন কয়টা বাজে? আমি:দুপুর 2টা কেনো বাবু। অবনি: আমার সাথে বিকেল 5টায় নদীর পাড়ে দেখা করতে পারবা? আমি:হ্যা অবশ্যই। অবনি:মনে থাকে যেনো bye. আমি:আচ্ছা বাবুটা bye. “জানি পাগলীটার মন অনেক খারাপ। ভীষণ ভালোবাসে অামাকে।ওর পাগলামির কোনো শেষ ছিলোনা। কিন্তু দুইদিন ধরে কেমন মনমরা হয়ে গ...